দখিনা বাতাস খবর দিয়ে গেল ,
বসন্ত এসে গেছে ।
গাছেরা তাদের পুরানো পাতা ঝরিয়ে
নতুন পাতায় সেজে উঠেছে
ওরা যে সারা বছর অপেক্ষা করে থাকে
বসন্ত আগমনের !
নতুন করে সেজে উঠবে বলে !
কৃষ্ণচূড়ার ফুল গুলো আর ও লাল হয়ে উঠেছে
বসন্ত এসে গেছে ।
ওরা কেমন দখিনা বাতাসের স্পর্শ পেয়ে একে
অপরের গায়ে ঢলে পড়ছে ।
যেন ওদের হাসি আর ধরে না!
পলাশ, অশোক, শিমুল ওরাও যে আনন্দে মাতোয়ারা ।
কোকিলের কুহু কুহু গান বাতাসে ধ্বনিত হচ্ছে
বসন্ত এসে গেছে ।
আমি তাকিয়ে দেখি বসন্তের আগমনে
আকাশ কেমন ঝলমলে হয়ে উঠেছে ।
এই বারতা কি পৌঁছেছে আমার বঁধুর কাছে
বসন্ত এসে গেছে !
ও দখিনা বাতাস তুমি কি দিয়েছো তাকে খবরখানি
বসন্ত এসে গেছে ।
যাও না ভাই একবার তাকে খবর টা