ছুটছে ঘোড়া, দেখলে তোরা ,
আকাশ কেমন নীল ।
পৃথিবী আজ পুষ্পে মোড়া ।
আনন্দ অনাবিল ।
অখিল ভুবনে বসন্ত এসেছে ।
রঙিন মেজাজে বাঙালি ভেসেছে ।
মনোরম আবহাওয়া ।
মাঝির পাড়ে লেগেছে হাওয়া ,
তাই মাঝ গাঙে তরী বাওয়া ।
সবুজে গেছে চারিদিক ভরে ,
সার্থক হয়েছে ঋতুরাজ আখ্যা পাওয়া ।
বাইরে এসে দেখ রে ওরে ,
মাঠ – ঘাট আজ ডাকছে তোরে ,
খেলবি বলে ওদের সাথে ।
যে স্বপ্ন দেখেছিলাম রাতে ,
সূর্যি মামা তা করিল সার্থক ।
রামধনুর সাথে আকাশ জুড়ে খেলছে সূর্যালোক ।।