বাতাসে লাগিল ঢেউ
গন্ধে আকুল করা,
বসন্ত এসে গেছে
অপরূপ সেজেছে ধরা।
চুপ করে বসে থাকা
আর নয় আর নয়
প্রজাপতি পাখা মেলে
ফাগুনের গাহে জয়।
শিমুল পলাশের আগুন
বনকে রাঙিয়ে তোলে
দিকে দিকে রঙের মেলা
হৃদয় খুশিতে দোলে।
চুপ করে বসে থাকা
আর নয় আর নয়
গুলালে রঙিন হয়ে
ছুটবো আজ ধরাময়।
বসন্ত উৎসবে মেতে
খেলছে সকলে দোল
আয় রে দেখনা চেয়ে
ভুবনে রঙের হিল্লোল।
চুপ করে বসে থাকা
আর নয় আর নয়
ফাগুয়ার ছোঁয়া লেগে
উথলিত মোর হৃদয়।