বসন্তে আজ বন পলাশে
ছেয়ে গেছে ধরা,
লালে লালে রঙিন ভুবন
খুশির আমেজ ভরা।
শিমুল পলাশ ঝলক লাগায়
গাছের ডালে ডালে,
রঙের আগুন ছড়ায় দোঁহে
হাওয়ার তালে তালে।
বসন্তের দূত কোকিল ডাকে
মিষ্টি কুহু সুরে,
বউ কথা কও ডাক দিয়ে যায়
কোন সে সুদূর দূরে।
ঝরা পাতার মর্মর ধ্বনি
দখিনা বায় সনে,
আম্র মুকুল ঘ্রাণে ভ্রমর
গুঞ্জন তুলে ক্ষণে।
ঋতুরাজের আগমনে
ফাগের নেশা লাগে,
প্রেম কাতুরে প্রেমিক মনে
প্রেমের তৃষা জাগে।