বসন্ত যে রঙিন বেশে
প্রকৃতি মাঝ করছে খেলা,
লাল লালিমায় ভুবন ছেয়ে
রঙের হোলি খেলছে মেলা।
পলাশ শিমুল আগুন রঙে
দখিনা বায় নেশায় মাতে,
আম্র মুকুল ঘ্রাণের টানে
ভ্রমর আসে গুঞ্জন সাথে।
কৃষ্ণচূড়া রাধাচূড়া
লাল হলুদে আঁকে ছবি,
পিউকাঁহার ঐ শিসের তানে
খুব প্রভাতে জাগে রবি।
শস্য শ্যামল সবুজ বনে
কিংশুক রাজে রক্তিম সাজে,
কোকিল ডাকে মধুর সুরে
পল্লব ঘন শাখের মাঝে।
শিমুল শিরিষ পলাশ অশোক
রঙে রঙে আগুন জ্বালে,
রঙের আগুন প্রেমিক মনে
ফাগুন ফাগের সোহাগ ঢালে।