রাতের উপর দিয়ে চলে যায় ট্রেন
পরে থাকে কুচি কুচি ঘুম
থেতলানো স্বপ্ন
নতুন পৃষ্ঠাতে
সেসব জোড়া দেবার মনোভাব তৈরী করি
হ্যাঁ আমরা পারি
আঁচলে হাসি বেঁধে বুলিয়ে দিই
ছোট বড় সন্তানদের কপালে
থালা ভর্তি আলো বেরে দিই যত্নে
বুক প্রদীপের সলতে পুড়ে গেলে
ধৈর্য্যের নতুন সলতে বসাই
সবার রাগের মলাটগুলো
নিজের নরম বাক্সে ভরে রেখে
সবাই কে সুখ-রঙের মলাট উপহারে দিই
কান্না গুলো উধাও করে
আবৃত্তি করি রবীন্দ্রনাথ জীবনানন্দ
ঘরের সব ধুলো দুহাতে কুড়িয়ে
শান্তির আল্পনা দিই
থরে থরে কাঁটাতার সাজিয়ে
পাহারা দিচ্ছ যেসব পরীক্ষক
শান্ত হও
পা দুটো লোহার করেছি কবেই জেনে রেখো
সব কাঁটাতার পেরিয়ে
জঞ্জাল গুলো আগুন সমুদ্রে ফেলবই
সব শেষে বসন্ত এসে
ডাকবে আমায় মা..আআআআ…
তাকে অমরত্বের আশীর্বাদ করব