বসন্তের পর রুদ্র বেশে
গরম আসে দেশে,
পাখপাখালি তৃষ্ণা মেটায়
জলাশয়ে এসে।
দাবদাহে প্রাণ ওষ্ঠাগত
প্রাণীজগৎ সবে,
ডাকেনা যে কোকিল তখন
মধুর কুহু রবে।
বসন্তের এই স্নিগ্ধ মেদুর
আবেশ যাবে দূরে,
ফুটিফাটা রোদে চাতক
ডাকবে কাতর সুরে।
বইবে লু’ যে বাতাস সাথে
অগ্নিস্নাত ধরা,
জলের অভাব চারিদিকে
কষ্ট নাকাল করা।
স্বেদবারিধার বেজায় অতি
শরীর হতে ঝরে,
সন্ধ্যাকালে শীতল হাওয়ায়
খুশিতে প্রাণ ভরে।