বসন্তের ডাকে ফুটে ওঠে শাখে নব পল্লবের দল,
দখিনা পবন আন্দোলনে দোলে পাতার কথা বল।
লালিমায় লাল শিমুল পলাশ রঙে রঙে রাঙা,
তরুবীথি তলে লালের রূপেতে ভুবন ডাঙা ।
রাখাল ছেলে বেণু বাজায় ছন্দে সুরে ভরা,
রাগ রাগিণীর সুরে মন কেমন করা।
গুঞ্জরণে মধুপেরা মধু খাবে লুটে,
ফুলে ফুলে চঞ্চলতা অলিরা জুটে।
পরাগ মিলন করে যত সুখে,
বিদায়ের সুর বাজবে দুখে।
পাখি সব ফিরিল কুলায়,
ডাকে ডাকে বিশ্ব ভুলায়।
দিল কানে কোন বাণী,
কুসুম কলি রানি।
সুবাসিত হাসে,
ফাগুন মাসে।
চারিপাশে
বাতাসে।