কুহু কুহু মধু স্বরে পাখি শাখে গানে
মলয় হিল্লোল বহে বসন্তের তানে
ফুলে ফুলে সুশোভিত ধরা আজ সাজে,
মৃণাল পাপড়ি মেলে অপরূপে রাজে।
দীঘি জলে হংসদলে জলে খেলা করে,
পানকৌড়িটা ডুবে ভাসে কৌতুকে তে ভরে।
মাঠে মাঠে চাষি দলে চাষ করে সুখে,
সোনার ফসলে দেখে আশ জাগে বুকে।
বাতাসের ছোঁয়া পেতে ঝরা পাতা ওড়ে,
অঙ্কুরিত কচি পাতা ডালে ডালে জুড়ে।
কৃষ্ণচূড়া রাধাচূড়া মনোলোভা রূপে
ধরনীর বুক রাঙা করে চুপে চুপে।
বনানীর বক্ষজুড়ে সবুজিয়া ভরে,
নান্দনিক সালঙ্কারা ফলে ফুলে থরে।
পলাশ শিমুল হাসে বসন্তটা এলে,
প্রকৃতির রূপে সেজে ডালাখানি মেলে।
ফাগুনের ছোঁয়া পেয়ে প্রেমিকার মনে,
মিলনের আশ জাগে প্রেমিকের সনে।
বসন্ত ছোঁয়ায় মুগ্ধ কতশত কবি,
অনুরাগী আখরেতে আঁকে যত ছবি।