মনের শরীর ছুঁয়ে এখনও তো
টুপটাপ চুঁয়ে পড়ে খেজুরের রস !
এখনও ব্যাধির কানে
বসন্তবৌরী বীণা বিনিদ্র বাজে ।
জীবনের মাঝপথে থেমে আছে উৎস সময় ।
কিভাবে নিঃস্ব হবো , স্মৃতি না ফুরালে !
সপ্তসাগরে শেষ রোদ ডুবে গেলে
প্রতিপদ আয়ু জ্বেলে জ্বেলে
চোখের ছানিতে ফোটে কোজাগরী ফুল ।
বেপরোয়া সব ব্যথা
শুধু আগামী শ্বাসের লোভে
একান্নবর্তী হিমে
শীতঘুমে ঠিক যেন সুবোধ বালক ।
কিভাবে দুঃস্থ হবো , ব্যথা না পোড়ালে !