মূর্খতা শিকার বশ্যতা স্বীকার এক নয়
মাতৃহারা আর মাতৃভূমিহারা এক নয়
ওরা বশ্যতা স্বীকার করেছে
ওরে মাতৃভূমি হারিয়েছে
ওরা ধর্ষিত হয়েছে; লাঞ্ছিতা হয়েছে
ওদের ভিটেমাটি, বাড়িঘর সব কেড়ে নিয়েছে
শাসক দলের রাক্ষসেরা ওদেরকে চেটেপুটে খেয়েছে
ওদেরকে সারারাত ভোগ করে রাস্তায় ছুড়ে ফেলেছে
অবশেষে ওরাও বশ্যতা স্বীকার করে নিয়েছে
সমাজের কাছে অবিচার পেয়ে অবশেষে ওরা লজ্জায় মুখ ঢেকেছে।