বয়সে অভ্যস্ত নই , বৃত্তে বনবাসী
সময় , বল্কল দাও , অস্থি ছেড়ে আসি ।
অভিন্ন গল্পে অল্প জ্বেলেছি অরণি
শীতল শৈবাল শোকে প্রস্তর করোনি ।
গতানুগতিক দৃশ্যে পোড়ে পরমায়ু
আমার মাচান- মন্ত্রে মৌসুমী বায়ু ।
যদিও সংসারী শ্বাসে পৌরাণিক ভীড়
অন্ত্যমিলে মনে মুক্ত বনলতা নীড় ।
পেয়েছি অক্ষর প্রেম প্রকৃতি প্রসাদে
আভূমি প্রেমিক প্রস্থে , মধু পরমাদে ।