দেশটা জুড়ে হাহাকার আজ
কাঁদছে শ্রমিক কৃষক সব,
দিশেহারা পাগলপারা
আর্তনাদে উঠছে রব।
চাকরি তরে ডিগ্রী নিয়ে
ঘুরছে মরে বেকার দল,
আঁধার ঘেরা ভবিষ্যত আজ
ঝরছে দুখে চোখের জল।
দুর্নীতি যার রন্ধ্রে রন্ধ্রে
বেকারত্ব হয় কি দূর?
চড়াদামে বিকোয় চাকরি
স্বপ্নটা হয় তাইতো চূর।
কুলি মজুর কামার কুমোর
সবার আজ কিযে হলো!
কাজের অভাব সারা দেশে
কি করে ভাত খায় বলো?
বলে কয়ে কাজ হবেনা
একসাথে জোট বাঁধো তাই,
ন্যায্য বিচার পেতে হলে
প্রতিবাদে রোখা চাই।