পরীক্ষা শেষ দলে সবাই
খেলবে কানামাছি খেল,
পল্টু বিল্টু স্বাতী পলি
ধরতে গিয়ে ফেল।
চোখটি বাঁধা তবু দেখে
রুমাল বাধায় ফাঁক,
হাতের পরশ মনের হরষ
ছুঁইয়ে দিল যাক।
বাঁধরে আঁখি পলি রানির
আয় কানামাছি ধর,
হাতড়ে বেড়ায় ধরবে কলার
পাজি ছুঁচো মর।
আহা আহা চটিস কেন
বন্ধু পলি কর,
আনবো খুঁজে কুমড়ো পটাশ
মনের মতো বর।
যাকে পাবি তাকে ছুঁবি
চেষ্টা করে দেখ,
মনের মতন নাইবা পেলি
ধরতে পারা শেখ।
হঠাৎ কারে জাপটে ধরে
করলো কারে তাক,
গোবেচারা দেখছিল খেলা
বর পেয়েছে থাক।