নিদাঘ দগ্ধ , ধরার ‘ পরে , বর্ষা আসে ;
নীল আকাশে , পুঞ্জ পুঞ্জ , মেঘ যে ভাসে।
পুব গগনে ঝিলিক হানে,
গরজে বাজ শুনছি কানে,
বৃষ্টি ধারা বাধ না মানে।
দেখছি চেয়ে ,বকের সারি , যাচ্ছে উড়ে ;
আকাশ গাঙে, মালার মতো , ভাসছে দূরে।
পাখায় তাদের আলোক লাগে ,
পুষ্প যেনো ফুলের বাগে ,
হাসছে মধুর রক্তরাগে ।
দেখতে দেখতে , ঢাকলো আকাশ , কালো মেঘে ;
আসছে ছুটে , ঝটিকা ঐ, প্রবল বেগে ।
গাছ গাছালি নুয়ে পড়ে ,
কোথাও বা ডাল ভাঙলো ঝড়ে,
দেখছি দূরে বাজ যে পড়ে।
নামলো আঁধার ,ধরণীতে , নিকষ কালো ;
দু চোখেতে , যায় না দেখা , কিছুই ভালো।
নামলো বৃষ্টি মাঠের ‘ পরে ,
প্রবল ধারায় পড়ছে ঝরে ,
খালবিল নালা গেলো ভরে।
ছুটলো নদী ,প্রবল বেগে , দুকূল ছেপে ;
মুষলধারে , বৃষ্টি আবার , এলো ঝেঁপে ।
আজ যেন সে বাঁধনহারা,
ডুবলো জমি ধানের চারা ,
চাষীরা সব ভেবেই সারা ।
কখন যে আজ , দেব দিবাকর , পড়লো ঢলে ;
অস্তরাগের , সব রঙ আজি , যায় যে গলে।
নামলো আঁধার ধরার ‘ পরে ,
শঙ্খ নিনাদ সকল ঘরে ,
জোনাক জ্বলে থরে থরে।