দিগন্ত সীমার পরে কত পাখি দলে
বরষার গোধূলিতে শেষের বেলায়
অচেনা অজানা পথে হারায় হেলায়
শ্রাবণ মেঘের দিনে গগনের তলে।
দূর হতে কুবলয় মনে হয় পলে
ভেজা ভেজা বায়ু সনে নির্ভর ডানায়
সারি বেঁধে চিত্রপট আঁকে মেঘ গায়
নিশ্চুপ নির্বাধ উড়ে ভেসে যায় চলে।
ক্রমে নামে অন্ধকার ধরণীর পর
দাদুরির কলরব ঝিঁঝিঁ রব দূরে জোনাকিরা চরাচরে ঘুরে আলো জ্বেলে।
নিঝুম যামিনী রাজে বয় বেগে ঝড়
মাঝে মাঝে গুরু গুরু দেয়া ডাকে সুরে
ঘন কালো কাদম্বিনী দেয় বারি ঢেলে।