গগন জুড়ে কাজল জলদ মেঘ- মল্লারের ভীষণ রূপ,
অঝোর ঝরন উথাল পাথাল এলো বাদল ধরাতল
নিস্তব্ধ ছায় চরাচরে বিহঙ্গরা গাছে চুপ।
অসময়ে আঁধার নামে ধরণী মাঝ শুধুই জল,
ঝাপসা দেখায় দিগ্বিদিকে কুহেলিকার আস্তরণ
দাদুরির ডাক ঘনঘন উল্লসিত ঝিঁঝিঁর দল।
অম্বর বুকে চিক্কুর রেখা কাদম্বিনীর মহা রণ,
উদ্বেলিত বিটপীর শাখ হিল্লোল তোলে ঝড়ের মুখ
মেঘ-মন্দ্রিত গর্জন ধ্বনি তুলে কম্পন দূর গগন।
কাজল কালো মেঘ দর্শনে শিখী নাচে আপন সুখ,
তৃষিত প্রাণ জুড়ায় পরান কদম গুচ্ছের খুশির দোল
প্রাবৃট সময় বৃষ্টি ধারায় দহন জ্বালার পালায় দুখ।
নদী টলমল বরষার জলে প্রকৃতি মাঝ সজীব ভোল,
হাসনুহেনা রঙ্গন নানা রঙে সুন্দর সাজে বাগ
মৌমাছি তার নীল পাখনাতে গুনগুন সুরে তোলে বোল।
বাহার সাজায় বরণ ডালা বিচিত্র তার দীপ্ত রাগ,
বৃষ্টি শেষের বাদল বাউল তুলছে মৃদু সুরের নাদ
ঘন মেঘের আঁধার ঘুচে রাঙা আলো পুবের ভাগ।
গগন জুড়ে কাজল জলদ মেঘ- মল্লারের ভীষণ রূপ,
অঝোর ঝরন উথাল পাথাল এলো বাদল ধরাতল
নিস্তব্ধ ছায় চরাচরে বিহঙ্গরা গাছে চুপ।
অসময়ে আঁধার নামে ধরণী মাঝ শুধুই জল,
ঝাপসা দেখায় দিগ্বিদিকে কুহেলিকার আস্তরণ
দাদুরির ডাক ঘনঘন উল্লসিত ঝিঁঝিঁর দল।
অম্বর বুকে চিক্কুর রেখা কাদম্বিনীর মহা রণ,
উদ্বেলিত বিটপীর শাখ হিল্লোল তোলে ঝড়ের মুখ
মেঘ-মন্দ্রিত গর্জন ধ্বনি তুলে কম্পন দূর গগন।
কাজল কালো মেঘ দর্শনে শিখী নাচে আপন সুখ,
তৃষিত প্রাণ জুড়ায় পরান কদম গুচ্ছের খুশির দোল
প্রাবৃট সময় বৃষ্টি ধারায় দহন জ্বালার পালায় দুখ।
নদী টলমল বরষার জলে প্রকৃতি মাঝ সজীব ভোল,
হাসনুহেনা রঙ্গন নানা রঙে সুন্দর সাজে বাগ
মৌমাছি তার নীল পাখনাতে গুনগুন সুরে তোলে বোল।
বাহার সাজায় বরণ ডালা বিচিত্র তার দীপ্ত রাগ,
বৃষ্টি শেষের বাদল বাউল তুলছে মৃদু সুরের নাদ
ঘন মেঘের আঁধার ঘুচে রাঙা আলো পুবের ভাগ।