এসেছে বর্ষ,নবীন হর্ষ,নূতন প্রাণের ছন্দ—
মিথ্যে হোক মান অভিমান,যত অসূয়া দ্বন্দ্ব।
কালান্তরের চাওয়া পাওয়ার কিছু ঠুনকো দলিল—
আগামীর দিকে চাতকের চোখে দেখি আশার সলিল।
আবেগ যত ছিল সঞ্চিত,সবই আজ পুরানো?
প্রতিশ্রুতির মোড়কে কথা শুধু কি মন ভরানো?
ভালোবাসাও কি নূতনত্বের আস্বাদ পেতে চায়?
পুরানো প্রেম মাথা কুটে মরে মূক যন্ত্রণায়।
অভাবের ঘরে নূতন পুরানো কিবা তাতে আসে যায়!
শত না পাওয়ার মাঝে শুধু ভাতের গন্ধ চায়।
নাই বা জুটল নূতন বছরে নূতন নূতন জামা—
একই ধারায় বহমান যে জীবন পরিক্রমা।
বর্ষশেষের গ্লানি মুছে বর্ষবরণের আনন্দ,
ক্ষণিক অনুভূতির ছোঁয়ায় ভালো কিম্বা মন্দ।
পুরানো আঙ্গিকে হোক নূতনের অঙ্গীকার,
দীপ্ত হোক দিনলিপি খানি নবীন বর্ষকার।