সময়, আরও কিছুটা আবদার ও আদরের নেশায়
যেনো নেশাতুর আমি,
যেনো রাতের দগ্ধ উপত্যকা,
যেনো উন্মত্ত রাতের শিশিরের রূপকথা
ক্রমশ মগ্ন করছিল আমায়,,,
বাড়ুক অন্তরঙ্গতা,
সকল উত্তেজক মন্তব্য আর হাহাকার পেরিয়ে
অবশেষে একপশলা উপলব্ধিও নামুক
তোমার মনের গহীন স্রোত হতে।
সাজানো শহর ,
অভ্যস্ত জীবন,
ঠিক আমার এই কবিতার মতো
আমারও তোমার সময় হতে ভীষণ ইচ্ছা হয়।