বরং মৌন থেকো পাললিক পাথরের মতো
আমার সৃজন ছেনীর শ্রমে মনমতো মূর্তি গড়াবো ।
অদৃশ্যে খিলখিল বলে যাও তুমি
— কখনও পেরেছে কেউ সৃষ্টির বুড়ি ছুঁয়ে দিতে ?
অব্যর্থ লক্ষ্যভেদে কতবার জন্ম নিয়েছি
আমার ব্যর্থতার ভুলে ক্রমাগত তুমি বদলে গেছো ।
চেয়েছো পাঞ্চালি হতে,
আমি পঞ্চকন্যার এক সংখ্যা গড়েছি ।
হয়তো ঘুমিয়ে , জেগে কিংবা আদৌ আছো কী ?
স্বগতঃ সংলাপে শোনো
–বোধহয় লক্ষ্য নও , উপলক্ষ্য ধূ ধূ !
আসলে , আমি তো আমারই ভাবনা ভাঙি গড়ি
কুড়িয়ে গুছিয়ে এনে শব্দচাক করি ।
তোমার অপূর্ণ মূর্তির মোমে
নিখুঁত মানুষী মন কীভাবে বসাবো !