বয়স বাড়ে, কিন্তু সংগ্রামের শেষ কোথায়?
অভিযোগ জমে থাকে, আশা গড়ে নতুন স্বপ্নের খাঁচা।
প্রতিদিন একটি নতুন সকাল নিয়ে আসে,
যেখানে ইচ্ছেগুলো মেলে ধরে ডানা, তবু পৌঁছতে পারে না সীমানা।
প্রতিটি রাত যেন একটি নতুন প্রার্থনায় বাঁধা,
যেখানে চাওয়া-পাওয়া গুলো মিলিয়ে যায় নক্ষত্রের মেলায়।
স্বপ্নের জালে আটকে থাকে আমাদের মন,
যে মন সবসময় খুঁজে ফেরে একটুখানি আনন্দের ধন।
কিন্তু সময় বড়ো নিষ্ঠুর!
তীরের দিকে ভেসে যায় জীবনের প্রতিটি স্রোত,
আর রেখে যায় শুধুই স্মৃতির ধোঁয়াশা।
আয়নায় যখন নিজের চোখে নিজেকে দেখি,
মনে হয়, কত কথাই বলার ছিল, কিন্তু সময় দিয়েছে ফাঁকি।
যৌবনের জোশ আজও মনের কোণে আগুন জ্বালায়,
তবু পায়ের গতি স্লথ হয়ে আসে।
সংগ্রামের আঘাতে, স্বপ্নগুলোও যেন রক্তাক্ত ক্ষত,
আর সম্পর্কগুলো দিনে দিনে হয়ে যায় সঙ্কুচিত।
তবু চোখে ভাসে সেই পুরোনো দিনের রঙিন ছবি,
যে ছবিগুলো এখন শুধুই স্মৃতির এক বেদনাময় কবিতা।
তাহলে আসো, দুঃখ-কষ্ট, অভিমান আর অভিযোগকে বিদায় জানাই।
সংগ্রামের রাস্তায় নিজের পরিচয় খুঁজে নিই।
বয়স তো একদিন শেষ হবে,
কিন্তু আমাদের জ্বলে থাকা মুহূর্তগুলো গল্প হয়ে বেঁচে থাকবে।
সেই গল্পগুলো গাইবে জীবনের জয়গান,
প্রজন্মের পর প্রজন্ম জানবে, কেমন ছিল আমাদের জীবনের সন্ধান।
বয়স শুধু একটা সংখ্যা, জীবনটাই আসল সম্পদ।
তাই প্রতিদিন, প্রতিক্ষণ, হাসিমুখে জীবনটাকে গ্রহণ করি।
যে জীবন আমাদের দিয়েছে হাসি, দিয়েছে কষ্ট,
তাও একমাত্র জীবনই আমাদের দিয়েছে ভালোবাসার শক্তি।
তাহলে আসো, এই আয়নায় আমরা জীবনকে নতুন করে দেখি,
আর প্রতিটি লাইন লিখি সাহস, আনন্দ আর স্মৃতির সুরে।