স্কুলের বন্ধু, কলেজের বন্ধু,
পাড়ার বন্ধু,কর্মক্ষেত্রের বন্ধু,
এমনকি আত্মীয় স্বজনদের মাধ্যমেও
বন্ধু হয়ে থাকে অনেকের।
আর তোমার আমার বন্ধুত্ব এই গুলোর একটাও নয়।
বর্তমান যুগের বন্ধুত্বের নতুন ধরণের মাধ্যম হলো
ফেসবুকের বন্ধুত্ব।
হ্যাঁ তোমার সঙ্গে আমার ফেসবুকে পরিচয়
বা বন্ধুত্ব।
তবে ফেসবুকের বন্ধুত্ব অতটা গভীর হয় না,
পোক্তও হয় না
যতটা আমি তোমার আমার বন্ধুত্বের মধ্যে পেয়েছি।
এত আন্তরিকতা,এত ভালোবাসা পেয়েছি যে
মনেই হয় না আমার আমাদের আগে কখনো সামনাসামনি দেখা হয়নি, কথা হয়নি।
খুব ইচ্ছা ছিল তোমাকে দেখার, তোমার আন্তরিকতা
কাছ থেকে অনুভব করার।
আর কেমন অদ্ভুত ভাবে সুযোগ হয়ে গেল,
আর তোমার বাড়িতে আমি নিমন্ত্রিত হয়ে যেতে পারলাম।
শুধু একটাই আফসোস তোমার সঙ্গে এক ফ্রেমে একটাও ছবি তুলে রাখা হলো না।
ভালো থেকো বন্ধু,
অপেক্ষায় আছি আবার দেখা হবে।