বন্ধু বলিয়া হাতখানি তব,
রাখিলে যবে হাতের পরে।
ধন্য করিলে জীবন আমার,
ঠাঁই দিলে মোরে তব অন্তরে।
সুখে দুখে শোকে প্রতি ক্ষণে তুমি,
আছো সাথে সাথে বন্ধু হে মোর।
কভু ভাসায়েছ সুখের সায়রে,
কভু মুছায়েছ আঁখির লোর।
তুমি না থাকিলে জীবন আমার,
শুষ্ক দীর্ণ ঊষর মরু।
থাকিলে জীবনে হে বন্ধু তুমি,
ছায়া সুশীতল স্নিগ্ধ তরু।
তোমার মনের গহীন গাঙেতে,
ডুব দিয়ে দেখি বিরাজে সেথায়।
আছে সেথা প্রেম দয়া মায়া সম,
শুক্তির বুকে মুকুতা লুকায়।
দেবতা কেমন দেখিনি কখনো,
দুঃখে ও শোকে তাহারে কোথাও।
কিন্তু তুমিই দেবতা হইয়া,
আমার সকল দুঃখ ঘুচাও।
তাই তো তোমায় হৃদয়ে স্থাপিয়া,
দেবতা রূপেতে পূজি গো সদাই।
কেমনে শুধিব তোমার এ ঋণ,
উপায় তো কিছু খুঁজিয়া না পাই।