সুজন অবুঝ মনে,
তোর ওপর করেছি যে
এত্ত অভিমান।
দু-নয়ন তারায়,
কেবল বারি ঝরে অবিরাম।
সবটুকু তোকেই বলি,
পাখির মতো ইচ্ছে ডানা মেলি,
উড়ে যাই আকাশের,
ওই নীল ঠিকানায়।
রোদ্দুর আলো ছায়া মেখে,
কখনো হাসি কখন যে কাঁদি,
দেখছে লোকে,দেখুক না।
নিন্দে ওরা করবে করুক না!
জানালার কার্নিশ ছুঁয়ে আনমনে
আজও বৃষ্টি দেখি টিপ টাপ।
সারাটাদিন তোতাপাখির মতো,
বকবক করেই চলতাম অবিরত,
করতাম কতো কলোরব।
একঘেয়েমি জীবন সুজন
সবই যে নতুন করে বাঁচার ছল!
বন্ধু ভুল বুঝিস না
একটাই সাধের জীবন।
হেমন্তিকার মিঠে রোদ্দুরে,
মন কেমনের স্মৃতি চাদরে
জড়িয়ে থাকা আতর গন্ধে প্রেমের সন্তরণ!!