বন্ধু যখন পাশে,মন খোলা আকাশের নিচে, সবুজ গালিচায়
খুনসুটি ভরা রঙবেরঙের আলপনা আঁকে।
বন্ধু যখন ভরসার নতুন স্রোত
মনে জাগায় ভালো থাকার প্রেরণা
আমি তখন বিশ্বাস ভরা হাত বাড়িয়ে, তোমার হৃদয়ে বারান্দায়
ছড়াই স্নিগ্ধ চাঁদের জোৎস্না!
বন্ধু পাশে থাকলে বিষাদ নিপাত যাক দূরে
অভিমানে তুমি দূরে গিয়ে পাহাড় হয়ে দাঁড়ালে,
আমি তোমার শরীর বেয়ে রিমঝিম সুরে লহরী তুলে ঝরণা হয়ে বয়ে যাবো তুফান বেগে!
তখন কেমন করে আমায় রাখবে বেঁধে?
স্বর্গীয় প্রেমের উৎস তুমি,
তোমার স্পর্শে হৃদয় স্পন্দিত পাগলপারা।
তোমার আকাশে আদুরে মেঘ আমি।
ভরা শ্রাবণের অমৃতধারা!