যতই হোক রাগ অভিমান
বন্ধুত্বের খুনসুটি,
তবুও তোর কাছেই ছুটে আসি।
মনে মনে বলি বন্ধু তোকে,
বুকের গোপন ঘরটিতে আগলে রাখি।
যতই হোক ঝগড়াঝাটি
তবুও বন্ধু তোকেই ভালোবাসি।
হাতে হাত রেখে পথ চলি।
বন্ধুর সাথে হঠাৎ দেখায়,
মুখে ফোটে কচি রোদের হাসি।
যতই হোক রাগ অভিমান
বন্ধুত্বের খুনসুটি,
তবুও তোর কাছেই ছুটে আসি।
মনে মনে বলি বন্ধু তোকে,
বুকের গোপন ঘরটিতে আগলে রাখি।
যতই হোক ঝগড়াঝাটি
তবুও বন্ধু তোকেই ভালোবাসি।
হাতে হাত রেখে পথ চলি।
বন্ধুর সাথে হঠাৎ দেখায়,
মুখে ফোটে কচি রোদের হাসি।