বন্ধু; তোমাকে দিলাম বিদায়
এই ব্যথা আর সইতে পারলাম না।
তোমাকে বিদায় জানাতে গিয়ে—
বহুবার হাত কেঁপে উঠেছিল,
ভূমিকম্পের মতো কেঁপে উঠেছিল বুক;
তবুও বন্ধুত্বের তালিকায়—
তোমার নামটি আমি রাখতে পারলাম না।
তুমি আর আমি।
আমরা খুব ছোটবেলার বন্ধু,
আমার কাছে আজও যেন—
সেই দিনগুলো অন্তরের মণি কোঠায় বিরাজ করছে।
হে বন্ধু; তুমি সব কিছুই ভুলে গেছো,
আমাদের ছোটবেলার সেই দিনগুলোর—
কোনই মূল্য নেই আজ তোমার কাছে,
তোমার কাছে আজ অজস্র টাকা আছে;
তোমার কাছে আজ সুন্দরী নারী আছে;
তোমার কাছে আজ দামি গাড়ি আছে;
তোমার কাছে আজ মস্ত বড় বিলাসবহুল বাড়ি আছে
তোমার কাছে স্মার্টফোন আছে;
তোমার কাছে আজ এই আধুনিক সভ্যতার
নতুন প্রযুক্তির চূড়ায় দাঁড়িয়ে থাকা—
সব কিছুই হাতের মুঠোতেই আছে।
হে বন্ধু; কেবলমাত্র তোমার কাছে জীবনের পশ্চাতে—–
ফেলে আসা মুহূর্তগুলোর মূল্য টুকুই নেই,
আজ তুমি কেবলই বর্তমান।
আজ আমি চাইলেও তোমাকে বন্ধুত্বের—
আন্তরিকতার বাঁধনে বেঁধে রাখতে পারবো না,
তাইতো আজ আর তোমাকে–
সেই বাল্যবেলার বন্ধুর ভূমিকায় পেতে চাই না।
হে বন্ধু; তোমাকে দিলাম বিদায়।