বুকের ভিতর
একটা জীবন্ত শালুকের আসন পেতেছি
তোর জন্য
নক্ষত্রের বুক থেকে এনেছি
হীরের আংটি
বন্ধু চল হেঁটে যাই
চঞ্চল সমুদ্রের হাত ধরে
চল শৈশব খুঁজি
সবুজ দুরন্ত ঢেউয়ে
এ মাকড়সা জীবন ভালো লাগেনা আর
অসহ্য লাগে কালো ধোঁয়ার হৈচৈ
দম বন্ধ হয়ে এলে
আমরা নীলের দিকে তাকিয়ে
আকাশ ঝরে পড়া দেখব।