বন্ধু মানে খুশির হাওয়ায় সারাদিন ভাসা মনে
বন্ধু মানে বন্ধুর পথ পাড়ি দেওয়া জয়গানে,
বন্ধু মানে সুখ দুঃখের সাথী হওয়া একসাথে
বন্ধু মানে নির্ভাবনায় নির্জন পথে দিনে রাতে।
বন্ধু মানে এক শপথ বাক্য দৃঢ়তার অঙ্গীকার
বন্ধু মানে তুমি ও আমি একসাথে একাকার,
বন্ধু মানে খোঁজ নেওয়া সকাল সন্ধ্যা রাতে
বন্ধু মানে দিশেহারা হয়ে অন্যের হাত হাতে।
এই জীবনে চলার পথে অনেকেই আসে যায়
প্রকৃত বন্ধু সে যে বিপদে সর্বদা পাশে দাঁড়ায়,
বন্ধু মানে সারাদিন খুনসুটি আর অভিমান
বন্ধু মানে প্রেরণায় বাঁচে একে অপরের প্রাণ।
বন্ধু মানে মায়ার মোহে ভরে ওঠে যেই ছন্দ
বন্ধুর হটাৎ সাক্ষাৎ পেলে হয় অপার আনন্দ,
বন্ধু মানে হাসি ঠাট্টায় কাটেযে কত মূহুর্ত
বন্ধু মানে আড্ডায় ঘোচে নির্জন একাকিত্ব।
বন্ধু মানে স্মৃতির পাতায় রেখে যাওয়া দুষ্টুমি
বন্ধু মানে নিজের চেয়ে যেন সে অনেক দামী।