এসেছে এক আবেগ বিহীন ,
শুষ্কতাময় বজ্রকঠিন ,
বন্ধুবিহীণ বন্ধু সোপান ।
যত অমার্জিত আস্কারা সব ,
খামখেয়ালের দেরাজ জুড়ে ,
ঘুন পোকা আর উইয়ের ঢিপি ।
কত যত্নে গড়া স্বরলিপি ,
ছন্দবিহীন শব্দঝুড়ি ,
হার মেনেছে অবজ্ঞার-ই ভিড়ে ।
যে হাত ছিল আগলে বুকে ,
হেলায় ভাসে রক্ত স্রোতে ,
উজান ভাঁটিয়ালী ।
নাও ছেড়ে যা জিওন কাঠি ,
এক্কা – দোক্কা রঙীন পটে ,
পড়ুক ঝড়ে শুকনো দোপাটি ।