বন্দী জীবন অন্ধকারে,একলা হয়েই কাটছে বেশ
তারই ভিতর বাঁচিয়ে রাখি, এক টুকরো আলোর রেশ
ব্যাস্ত সবাই নিজের মতোন, একলা হয়েই সর্বক্ষণ
গর্ব করে চেঁচিয়ে বলি, সবার মত নইতো আমি
আমি হলাম? আমার মতোন
নকশা ভরা গানের বুলি ওষ্ঠ মাঝে দিন ও রাত
“আমাকে আমার মতো থাকতে দাও”
বাকি সবাই ?নিপাত যাক্
দায়িত্ব শুধু আমার আমি,বাকি কথার নেই সময়
বাঁচা? সেতো নিজের হয়েই, আশে পাশে কে কোথায়?
আঁকড়ে শুধু নিজের টুকু, হারিয়ে ফেলার অনেক ভয়ে
হঠাৎ করেই কাব্য করি, নিজের মতোন যা খুশি
ফুর্তি এলে মনের ভীতর, দরাজ গলায় গান ধরি
আপন মনেই মন ছুটে যায় সমুদ্রের ওই শেষ সীমায়
আকাশ যেথায় মিশছে জলে, নেই যে কোনো দুঃখ ক্লেশ
সব যেখানে শুধুই ভালো আমার তোমার নেই হিসেব
কোথায় গেলে তেমন পাবো কোন সে শহর কোন বা দেশ?
মন বলে যে লক্ষ্মী হবো সবার মাঝেই বাঁচবো রোজ
ভাবনাগুলো যায় পালিয়ে কাটলে পরে আঁধার রেশ
নিজের মনেই মুচকি হাঁসি, থাক্ গে সব লাভ কি ভেবে?
মানুষ আমায় কে বানায়?
রাত দুপুরের খামখেয়ালী, দিনের আলোয় হয় যে শেষ
এটাই নিয়ম জীবন এটাই, এগিয়ে চলো সব ভুলে
দূরের পাহাড় ডাকছে আমায়, আটকে থাকার দিন যে শেষ