বনভোজনে সবাই মাতি
পাড়ার যত ছেলে,
নিজের হাতে রান্না করি
খুশিতে মন ঢেলে।
চাঁদা তুলে করি বাজার
সব্জি থলি ভরে,
পুকুর থেকে নিয়ে আসি
জ্যান্ত মাছ ধরে।
সবাই মিলে ভাগ করে নিই
করবে কে কি কাজ,
উনুন জ্বালা কুটনো কোটা
যত্নে কাটি মাছ।
রান্না শেষে সবাই মিলে
বসে সারি দিয়ে,
কলাপাতায় সাজিয়ে খাবার
খাই আনন্দে নিয়ে।