আদালতে গুঁতোগুঁতি,
চরিত্ররা বিচারপতি!
এখানেও ক্ষমতার দ্বন্দ্ব,
ছড়ায় রাজনৈতিক দুর্গন্ধ!
বিচারকের নেই মন্ত্র,
ভূলুন্ঠিত গণতন্ত্র!
কোথায় আজ সুবিচার?
সময় ও অর্থের অপচয় সার!
রং দেখে রায়,
লাজে মরি হায়!
গণতন্ত্রের তৃতীয় স্তম্ভ,
আমরা তাজ্জব-হতভম্ব!
সিস্টেমেই গলদ,
মানুষ হল বলদ!
জনগণের টাকা,
বেকার হচ্ছে ফাঁকা!
জনতা উঠে দাঁড়াও,
নিজের ক্ষমতা দেখাও।
দেখুক তোমার কেরামতি,
রক্ষকদের ফিরুক সুমতি ।