দুর্ঘটনার প্রতিঘাত কতো স্বপ্নকে চুরমার করে দিয়েছে
ট্রেনে কাটা পড়া দেহাংশের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে স্মৃতিরা
সবকিছু থমকে যায়, কেবল সময় ছাড়া।
কিংকর্তব্যবিমূঢ় হবার আগেই নজরে আসে রাতপাখির চোখের কোণ
লুকিয়ে রাখার কতোই না চেষ্টা!
ব্যর্থতাও আমাকে আশ্বস্ত করে মাঝে মাঝে।
পোড়া মন বলে-‘চোখ যখন ভিজেছে, তখন নিশ্চিত মন ভিজেছে।’
তোমার বেহালার সুরে আমার দীর্ঘ নিঃশ্বাসের শব্দেতর শব্দ
আমি না হয় তোমার জন্য মনুষ্যেতর হলাম, ক্ষতি কি!
সম্পর্কের সরু সুতোয় ঝুলছে মানবতার অভিমানী হৃদয়।
হাড় হিম করা শত্রুতার জেরে সম্পর্ক মাঝে মধ্যে নিজে থেকেই বন্ধন ছিন্ন করে মুক্ত পাখির মতো গ্রীণনহাউজ গ্যাসের আধিক্যে অক্সিজেন খুঁজে বেড়াচ্ছে।
আমি বাউন্ডুলে হঠাৎ কবি শুধু দেখছি আর দেখছি।
অনেক সময় বদনাম মান বাড়িয়ে দেয় বৈকি!
যাদের বিরুদ্ধে লিখে চলেছি, আশ্চর্যজনকভাবে তারাই স্বীকৃতি দিচ্ছে।