সেই গ্রীষ্মের শুরু থেকে ছিলে অনুপস্থিত,
শীত বসন্ত ছিল কঠিন কঠোর
মিষ্টি নিশ্চিত,
ভেবেছিলাম মাঝে মাঝে আসবে
কালবৈশাখী হয়ে,
আসবে ঈশানী খরবায়ু রুদ্ররূপে
ধেয়ে,
দাবদাহের জ্বালা সকালটাকে দিয়েছিল কোথায় হারিয়ে,
পেটের জ্বালায় মানুষ পড়ত
কাজে বেরিয়ে ,
দিন যায় মাস যায় থাকি তোমার
অপেক্ষায়,
আষাঢ়ের শেষে উত্তরের মানুষ
ভাসল তোমার ধারায়,
বড় দেরি করে এলে দক্ষিণে
আমার প্রাণপ্রিয়া,
স্নানযাত্রা,রথযাত্রায় ঝরলে তুমি
অঝোর ধারায়,
মনে হচ্ছে পুজো ভাসাবে না
থাকলাম আশায়,
জানি মানুষ র্নিবিচার ধ্বংস করেছে সবুজ,
তবুও তুমি রাগ করোনা হয়োনা অবুঝ।