বড় অসময়ে এসেছ বন্ধু ,
আজ বড় অসময়।
কোকিল পালিয়েছে মলয় বাতাসে
আজ যে নেমেছে ঘন ঘোর জীবনের
মোর অন্তিম ভরসা।
বন্ধু কেন এলে, আজ যে বর্ষা।
বন্ধু কেন এলে, বসন্ত পেড়িয়ে গেছে
ঘন কুজ্ঝটিকায় চাঁদ হয়ে গেছে কালো,
কালো হয়ে গেছে মোর জীবনের
নব যৌবন রূপ –
হয়েছি নিস্তেজ; এসেছে ঘোর অমাবস্যা।
বন্ধু চেওনা ওমন করে
আঁখি আপ্লুত ছল ছল জল ভরে।
তোমার হৃদয়ের অব্যক্ত লিপি নিয়ে
কেন এলে এই অসময়ে।
বহু সাধ, বহু আশা,
বহুকথা , বহু ভালবাসা হয়েছে নিঃশেষ।
ফিরে যাও তুমি, কোকিল ডাকছে তোমায়
ভালবাসার স্মৃতি পূজায় দিয়ে যাও শুধু
অশ্রুবিহীন বিদায়।