শোকাবহ আগস্টেতে চোখে জল ঝরে,
স্মরে সবে অর্ঘ দানে পুষ্প মাল্যে থরে।
বঙ্গবন্ধু হৃদি মাঝে জুড়ে আছো তুমি ,
অকাল প্রয়াণে তব কাঁদে মাতৃভূমি।
শেখ মুজিবুর তব উদাত্ত আহ্বানে,
রক্তে জাগালো তেজ জনতার প্রাণে।
চেতনা মননে ঢেলে দিলে দীপ্ত বাণী,
বাংলার ছেলে মনে নিলো তাহা মানি।
দীর্ঘ নয় মাস ধরে মুক্তি যুদ্ধ করে,
স্বাধীনতা আনে জিতে বাংলার ঘরে।
তোমার কারনে গেল ঘুচে অধীনতা,
শত্রুর নিপাত সনে মিলে স্বাধীনতা।
আগস্টের শোকাবহ অভিশপ্ত রাতে,
নিঠুর জল্লাদ পাকি হানিলো আঘাতে।
তবু নাহি তৃপ্ত হয় ঘাতকের খাড়া,
পুত্র কন্যা জায়া সবে প্রাণে মারে তারা।
জাতির প্রেরণা নেতা স্থপতি যে তুমি,
স্মরণীয় কালজয়ী মানে বঙ্গভূমি।
বছর ঘুরে আগস্ট বিষাদেতে আসে
জাতির পিতারে স্মরি ফুলে ফুলে রাশে।