আকাশ যে ভীষণ মেঘলা
আমিও ঘরেই বড় একলা
মনটা টানে আজ বইমেলা
কেবল দূরত্ব বড়ই জ্বালা।
মেলা সাঝে চক্ষু মাঝে
অক্ষরশিল্পী নানান সাঝে
স্টল, টেবিল, চিত্রশালা
বইমেলা নয় হেলাফেলা।
লেখক, কবি কার কাছে যাই
কাব্যতরী কখন হাতে যে পাই
মাঠ জুড়ে শুধু বইয়ের গন্ধে
পরশ করি স্নেহে পরমানন্দে।
বইয়ের মাঝে খুঁজে বেড়াই
শব্দশিল্পে শুধু জ্ঞান বাড়াই
সেন্ট্রালপার্কও যে কুম্ভমেলা
জ্ঞান তীর্থে এক মিলনমেলা।