অবনমনের রাস্তায় আকস্মিক ধস ।
পিলপিল ছুটে আসে পিপীলিকার সারি ।
বহ্নুৎসবের এমন প্রক্রিয়ায় দগ্ধ জমিতে
আবার আবার ফসল চাষ ।
কিছুতেই স্তব্ধ অথবা চরম উস্কানিতেও
প্রাণহীন নয় নব্য চিন্তার মহামারী।
খরস্রোতা তাড়নায় আশ্চর্য কালাতিপাত
এক অনতিক্রম্য আকর্ষণ–
বৃদ্ধিপ্রাপ্ত আয়ুতে পচা-গলা-বাসি-দুর্গন্ধে
সব একাকার শুধুই রহস্যের ঠোঁটে
এক চিলতে হাসি ।