দুরে,কোথাও বাজছে বাঁশি
ছুট্টে বেরিয়ে আসি
সেই প্রাচীন সুর,ঘরকন্নার গান
তরঙ্গ খেলে যায়
নিত্য নতুন দুঃখ সুখ কথা
ঘর,তাও খড়ের ছাউনি
দেখেছি,অনেক অনেক বার
জ্যোৎস্না রোদ্দুর হলেই
সোনার ধান,কি অপূর্ব গন্ধ
খাটিমুটি,পাতার উনুন
বৃষ্টিভেজা উনুনে,মা ফোঁকলোলে বাতাস দিতেন
চাঁদ ও খাবে,ফেনভাত আর গেড়ি,গুগুলির তরকারি