কেন তোমার ফিরে আসা
কেন তোমার যাওয়া
কেন তোমায় বৃষ্টি ভেজা
সাত সকালে পাওয়া।
কদম গাছের ফুল গুলি আজ
যাচ্ছে যে সব ঝড়ে
জুঁই হলো আজ গন্ধ বিহীন
তোমার শোকের তরে।
বুক ভরা আজ দিঘির জলে
ঢেউ ওঠে না আর
পদ্ম পাতায় জল জমে না
বুক যে কাঁপে তার।
ধানের মাঠে তাকিয়ে দেখি
কাঁপছে না তো শিস
বুলবুলি আজ কয় না কথা
ধানেরে ফিস ফিস।
আসবে যবে তাকিয়ে দেখো
বলবে না আর যাই
সবই আছে সবার মাঝে
আমিই শুধু নাই।।
অনবদ্য সৃষ্টি । মুগ্ধতা একরাশ ।
ভাল থাকুন সুস্থ থাকুন
লেখার থাকুন।
♥️♥️❤❤♥️♥️