সময় আপন গতিবেগে
ফেরে না উদাসী মন
প্রেমের নেশায় আবেগে
সুর ছন্দ তালে জীবন।
উদ্ভ্রান্ত হয়ে ডানা মেলে
বনে বাদারে ছুটে চলে
বসে মরা নদী তটে
যদি পরিবর্তন ঘটে।
ক্লান্ত হয়ে ঘুরে পথে পথে
ভাবি, ফিরবে এবার
কি যে ছাই হলো মনোরথে
সদাই যে মুখ ভার।
সেই কোন এক রাতে
কথাঘাতে আহত হয়ে
আজও পারেনি ফিরতে
ফেরারী মন তার হৃদয়ে।