বিচিত্র এ পৃথিবীর, সৌন্দর্য প্রকাশে,
ফুল তুমি সৃষ্টিকর্তার ,মহান প্রয়াস।
সৌন্দর্যের প্রতীক তুমি,তোমার বিকাশে,
মানুষেরে মুগ্ধ করো,মিটাইয়া আশ।
মোদের এ ধরামাঝে,নানা রঙে রূপে,
দশদিক আমোদিত,করো পরিমলে।
সৌরভ সুধায় করো, পুলকে আকুল,
মধুকর মধুলোভে,আসে দলে দলে।
দিবালোকে ফোটো তুমি,কিম্বা নিশিরাতে,
লাল নীল কত রঙে, ভরাও ভূবন।
কখনো বা ফোটো তুমি,প্রথম প্রভাতে,
শতদল মেলি মন,করি উচাটন।
বর্ণে গন্ধে শ্রেষ্ঠ তুমি,তুমি হে গোলাপ,
প্রেম বিনিময়ে তব,শ্রেষ্ঠ অবদান।
দয়িত দয়িতা মজে,মধু প্রেমালাপে,
অধরে অধর রাখি,করে সুধাপান।
দেবতা চরণে তোমা,পুষ্পাঞ্জলি রূপে,
হৃদয়ের শুদ্ধাভক্তি ,করি সমর্পণ।
প্রতি ফুলে গেঁথে মালা,পরাইয়া গলে,
নয়নভুলানো রূপ,করি দরশন।
জনমে মরণে তুমি,নিত্য প্রয়োজনে,
স্মরণসভায় তুমি, সম্বর্ধনা মাঝে।
বিবাহবাসরে তুমি, রজনী সুবাসে,
বিবিধ কর্মে তুমি, নব নব সাজে।
বনে বনে ফোটো তুমি,নাম গোত্র হীন,
কবি কল্পনায় ফোটো ,শিশুর আননে।
কোমলতা বোধে তুমি, উপমায় লীন,
পারিজাত হয়ে ফোটো,নন্দন কাননে।