প্রগাঢ় সুখের সুদৃশ্য ছায়ার নীচে
অদৃশ্য অ- সুখের অসহায় বীজ পোঁতা আছে ।
কখন মুষ্টি-মুদ্রা তর্জনী- ক্রোধে
পূর্বাশ্রম ছেড়ে বিধ্বংসী নটরাজ হবে ,
বহুদর্শী বিদগ্ধ বিশ্বাসও জানে না ।
কার্যকারণ বাদের পলকা সুতোয় ঝোলে
সুগভীর সখ্যতার নিরুপায় আয়ু ।
অতীতের সুদীর্ঘ আনন্দ- সেতু
কি অবলীলায় ডুবে যায়
হাঁটু জল তিতাসের নিভন্ত জলে !
ভুল ঠিক , ঠিক ভুলের দাম্ভিক দাঁড়ি পাল্লা
শুধু এদিক ওদিক দোলে ,
কিছুতেই সমান্তরাল হয় না ।
ক্ষণজীবী মানবের মানবিক অপচয় দেখে
ফুটিফাটা হেসে চলে আলোকবর্ষ- ভুক কৃষ্ণগহ্বর ।