টুকরো টুকরো চামড়া নিয়ে
সেগুলোকে সেলাই করে
তৈরি করলো আমার দেহ খানা।
দেখতে আমি ঠিক গোলাকার
লোকে আমায় ভালোবেসে
নাম দিয়েছে ফুটবল তাই।
যাকে পাই গোল দিই
এটাই হলো আমার কাজ ভাই।
যে যেভাবে আমায় পাই
সে সেভাবে ব্যবহার করে যায়।
কেও মারে লাথি কেও মারে
নিজের মাথা দিয়ে গুতো ।
সব সময় ছুটিয়ে মারে আমায়।
কেও তাড়াই আর কেও আটকাই
এইভাবে চলি আমি মাঠের ভিতর।
এ ও মারে লাথি ঔ মারে লাথি
দু দলের মাঝে পরে
আমার প্রাণ যায় আর কি।
যার হয়ে দিই আমি গোল
আমাকে নিয়ে তার নাচার কি ভোল।
আর যাকে আমি দিই গোল
সে আমাকে লাথি মেরে ছুড়ে ফেলে
দেয় ডেনে যেন খেয়ে ফেলা ডাবের খোল।
এটাই হলো আমার জীবন।।