যদি চাও , অহঙ্কারী ধৈর্য দিতে পারি ।
বিনম্র অদাহ্য স্মৃতির কোনও
পরীক্ষা নিও না ।
প্রতিটি প্রশ্বাসের মূলে লেপ্টে আছে
মহৌষধী মায়া ।
বরঞ্চ নাড়া বেঁধে ফিরে যাক্ আয়ুর শমন !
স্বেচ্ছামৃত্যু তুলে দেবো শুধু তুমি ভুলে গেলে ।
আপাততঃ তোলা থাক ডুয়েলের যৌথ তরবারি ।
এখনও শীতের উনুনে খেজুরের ঘ্রাণ
জীবনের রসে ঘন হয় ।
চড়ুইভাতির সেই আধপোড়া কাঠ
আজও অপেক্ষায় ।
কোলাহল ভেদ করে ভোরের ভরসা রঙে
ফুটে ওঠে জাতকের হাসি ।
অতৃপ্তির সৌর- স্বাদ থিতু হোক
অভিকর্ষ কোলে ।
সাংসারিক খুঁটিনাটির উৎসারিত
সুখের আসরে ,
আহা মোহময় মজাও আর মাতাও আমাকে !