পুজো যে এসে গেছে
তবু কেন আকাশ ভরা মেঘ?
সেই চেনা নীল আকাশ সাদা মেঘের ভেলা –
কোথায় যেন হারিয়ে গেছে!
হারিয়ে গেছে নিকোনো উঠোনে সাদা শিউলির আল্পনা!
বৃষ্টি! বৃষ্টি! বড় অসহ্য এই বৃষ্টি!
সদ্য মাথা তোলা ফুরফুরে কাশের গোছা মূর্ছা গেছে –
জল বন্দী হয়েছে কোমল তৃণেরা –
তৃষ্ণার নদীতটে এখন কেবল পাড় ভাঙার খেলা!
হড়কা বানে ধ্বসে গেছে সাধের ঘর ফসলের ক্ষেত যত্নের বৃক্ষ!
মন্ডপ নির্মাণ সাঙ্গ হয়েছে…
মা এসেছে..
বৃষ্টি এবার তুমি ফিরে যাও খরার দেশে।
রোদেলা দুপুরে নীল দিগন্তে ডানা ঝাপটাক গাংচিল…
মেঘের সাদা পাতায়
এখনও অনেক ছবি আঁকা বাকি আছে..।