এই তো হার্ডলগুলো টপকে নিশানার
গন্ডিতে এসে দাঁড়ালে!
তবুও আঁতিপাঁতি কিসের সন্ধান?
এই তো কাঁটাবনের ঝোপ তুচ্ছ জ্ঞান করে
স্বচ্ছ ভূমির খোঁজ পেলে!
তবুও গোপনে কে দেয় তরবারিতে শান?
টলমলে বিশ্বাসে তরীটি ভীষণ দোদুল্যমান,
পতনশীল সত্তাকে খাদের কিনারা থেকে
তুলে এনে রাখো ঝলমলে দৃশ্যপটে,
প্রশান্তির তরঙ্গে সিনান করতে করতে
বিস্মরণে যাক না চলে বিক্ষত অতীত,
নির্বিষ দুনিয়ায় সুস্থতার সমাচার নিয়ে
অগ্ৰগমনের হোক জয়-জয়কার।
এই তো কত বাধাবিপত্তি এড়িয়ে
সুখের প্রাসাদ এল কাছে,
তবুও যুপকাষ্ঠে মাথা রাখো আবার!