পাখিটা আর ভয় পায়না,
এখন আর ও একাকীত্বে ভোগে না ,
একা একা বসে চোখের জল ফেলে না।
সব সময় শক্ত একটা ডালের খোঁজ করা পাখিটা
তার নিজের দুটি ডানার শক্তি ফিরে পেয়েছে।
এখন থেকে ও নিজের ডানায় ভর করে
উড়ে বেড়াবে আকাশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ।
আর কেউ ওকে শিকলে বেঁধে রাখতে পারবে না,
শিকল ভাঙার অস্ত্রের সন্ধান ও আজ পেয়েছে।
ও উড়ে যাবে আকাশের অনেকটা উঁচুতে
কোনো নিষেধ ছাড়া।
ও যে আর শেখানো গান গাইবে না,
ও নিজের গান গাইবে প্রাণ খুলে!
নতুন পথে, নতুন চলার ছন্দে একটু একটু করে
এগিয়ে যাবে দূর নীলিমায়।।
দিগন্ত বিস্তৃত আকাশ আজ ওর অপেক্ষায় ।