রোমাঞ্চ ক্ষয়ে যায় সময়ের জ্বরে
যে ছিলো আনন্দনদী মরুর বিষাদে
তার স্রোত ছিঁড়ে খায় অজানা হাঙরে ।
এ জানার দংশনে ঘেমে ওঠে শীতের শরীর
বাঁচার বাইচ গানে ঘোরে ঘুণপোকা
কীভাবে অসহ বাস্তব ভুলে হবো অস্থির !
থিতু সুখে চাপা পড়ে রোমকূপে চাঁদ
প্রতি পলে পাওয়া পালে ক্লান্তির হাওয়া
বিস্মিত সীতাপথে ফসলের বাঁধ ।
ফিরে এসো রোমাঞ্চ , শিরা পেতে আছি
উজানের যমুনায় হতে চাই বাঁশির শ্রীরাধা
ফাতনার নিউরনে লাবডুব মাছি !